Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কন্যা সন্তানের মূল্য এবং তাঁদের শক্তি সম্পর্কিত সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী


নতুনদিল্লি, ২২ জানুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের দেশে কন্যাসন্তানকে লক্ষ্মী হিসেবে বিবেচনা করা হয়। আজ থেকে ১১ বছর আগে এই দিনেই বেটি বাচাও বেটি পড়াও অভিযান শুরু করা হয়। তিনি বলেছেন, বর্তমানে ভারতের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন— যা অত্যন্ত গর্বের। 
প্রধানমন্ত্রী কন্যা সন্তানদের গুরুত্ব সম্পর্কে ভারতের যে শাশ্বত নীতি রয়েছে, সেই বিষয়ে সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 
“দশপুত্রসমা কন্যা দশপুত্রান প্রবর্ধয়ন। যত ফলম লভতে মর্ত্যস্তল্লভ্যং কন্যয়ৈকায়।।” 

এই সুভাষিতমে বলা হয়েছে, একজন কন্যা দশ পুত্রের সমান এবং একজন ব্যক্তি দশ পুত্রের কাছ থেকে যে পূণ্য অর্জন করেন, তা একজন কন্যার কাছ থেকেই অর্জন করা যায়।  

সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন; 
আমাদের দেশে কন্যাসন্তানকে লক্ষ্মী হিসেবে বিবেচনা করা হয়। আজ থেকে ১১ বছর আগে এই দিনেই বেটি বাচাও বেটি পড়াও অভিযান শুরু করা হয়। তিনি বলেছেন, বর্তমানে ভারতের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি করছেন— যা অত্যন্ত গর্বের।
“দশপুত্রসমা কন্যা দশপুত্রান প্রবর্ধয়ন। 
যত ফলম লভতে মর্ত্যস্তল্লভ্যং কন্যয়ৈকায়।।” 

 

SC/CB