পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২৫-এ গৃহীত রূপান্তরমূলক সংস্কারকে তুলে ধরেছেন যা ত্বরান্বিত বৃদ্ধি ও বিকাশের যাত্রাপথে ভারতকে শক্ত ভিত্তির ওপরে দাঁড় করিয়েছে।
রিফর্ম এক্সপ্রেসে সওয়ারি হয়েছে ভারত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন:
“ভারত রিফর্ম এক্সপ্রেসে সওয়ারি!
২০২৫ প্রত্যক্ষ করেছে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী সংস্কারের পথকে যা ভারতের বিকাশ যাত্রায় গতি সঞ্চার করেছে। বিকশিত ভারত গঠনে এগুলি আমাদের প্রয়াসকে আরও প্রসারিত করবে।
@LinkedIn-এ কিছু ভাবনা ভাগ করে নিলাম।”
SC/ AB/AG
India has boarded the Reform Express!
— Narendra Modi (@narendramodi) December 30, 2025
2025 witnessed pathbreaking reforms across various sectors which have added momentum to our growth journey. They will also enhance our efforts to build a Viksit Bharat.
Shared a few thoughts on @LinkedInhttps://t.co/M30VgAAAR1