Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘আপনার অর্থ, আপনার অধিকার’ আন্দোলনে যোগদানের জন্য নাগরিকদের কাছে আর্জি প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘আপনার অর্থ, আপনার অধিকার’ আন্দোলনে অংশগ্রহণের জন্য নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন। 

এক্স-এ একটি লিঙ্কডইন ভ্লগ ভাগ করে নিয়ে শ্রী মোদী লিখেছেন, “আপনার ভুলে যাওয়া আর্থিক সম্পদকে নতুন সম্ভাবনায় পরিণত করার সুযোগ হ’ল এটি। 

‘আপনার অর্থ, আপনার অধিকার’ আন্দোলনে অংশ নিন! 

https://www.linkedin.com/pulse/your-money-right-narendra-modi-bo19f
@LinkedIn”

 

SC/MP/SB