Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সুরাতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর

সুরাতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাতের সুরাতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেন এবং মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন শ্রী মোদী এবং কাজের অগ্রগতি সম্পর্কে তাঁদের কাছে খোঁজখবর নেন। কর্মীরা তাঁকে আশ্বস্ত করে বলেন, কোনও রকম সমস্যা ছাড়াই প্রকল্পের কাজ মসৃণভাবে এগোচ্ছে। 

গুজরাতের নবসারিতে নয়েজ ব্যারিয়ার ফ্যাক্টরিতে কর্মরত কেরালার এক মহিলা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান শ্রী মোদী। তিনি দেশের প্রথম বুলেট ট্রেনকে “স্বপ্নের প্রকল্প” এবং তাঁর পরিবারের কাছে এক “গর্বের মুহূর্ত” হিসেবে চিহ্নিত করেন। 

প্রধানমন্ত্রী বলেন, যখন দেশের জন্য কাজ করার এবং নতুন কিছু করার অনুভূতি বাড়তে থাকে, তখন তা প্রভূত প্রেরণার উৎস হয়ে ওঠে। 

অন্য এক কর্মী বেঙ্গালুরুর শ্রুতি প্রতিটি স্তরে কাজের অগ্রগতি এবং বিভিন্ন খুঁটিনাটি দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

অন্য এক কর্মী কবিতার মাধ্যমে তাঁর অনুভূতির কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।

 ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই হাই-স্পিড রেল করিডর সবরমতী, আমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুচ, বিলিমোরা, ভাপি, বৈসর, ভিরার, ঠানে এবং মুম্বই সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করবে। ইতিমধ্যে ৩২৬ কিলোমিটার রেল পথের কাজ শেষ হয়েছে এবং ২৫টি নদী সেতুর মধ্যে ১৭টির কাজও সম্পূর্ণ হয়েছে। 

 

SC/MP/NS…