পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সাধারণতন্ত্র দিবস ভারতের স্বাধীনতা, সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতীক। এই লগ্ন আরও উদ্যোগের সঙ্গে দেশের হিতাকাঙ্ক্ষা এবং জাতি গঠনের কাজে সচেষ্ট হতে অনুপ্রাণিত করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে, পরনির্ভরশীল জাতি কখনই প্রগতির পথে এগিয়ে চলতে পারে না। স্বাধীনতা এবং প্রাসঙ্গিক নানা নীতির মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে তবেই জাতির বিকাশ নিশ্চিত করা যেতে পারে।
সামাজিক মাধ্যমে ঐ সুভাষিতমটি তুলে ধরে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
SC/AC/DM
गणतंत्र दिवस हमारी स्वतंत्रता, संविधान और लोकतांत्रिक मूल्यों का सशक्त प्रतीक है। यह पर्व हमें एकजुट होकर राष्ट्र निर्माण के संकल्प के साथ आगे बढ़ने की नई ऊर्जा और प्रेरणा देता है।
— Narendra Modi (@narendramodi) January 26, 2026
पारतन्त्र्याभिभूतस्य देशस्याभ्युदयः कुतः।
अतः स्वातन्त्र्यमाप्तव्यमैक्यं स्वातन्त्र्यसाधनम्॥ pic.twitter.com/i0XjjgL38x