Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংস্কৃতের যোগ শ্লোক থেকে চিরায়ত জ্ঞান ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ যোগাভ্যাসের রূপান্তরকারী শক্তি সম্পর্কিত একটি সংস্কৃত শ্লোক ভাগ করে নিয়েছেন। এই শ্লোকে যোগের মাধ্যমে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং সমাধির অনুশীলনে শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে পরম মোক্ষ লাভের প্রগতিশীল পথকে ব্যাখ্যা করা হয়েছে। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“आसनेन रुजो हन्ति प्राणायामेन पातकम्।
विकारं मानसं योगी प्रत्याहारेण सर्वदा॥
धारणाभिर्मनोधैर्यं याति चैतन्यमद्भुतम्।
समाधौ मोक्षमाप्नोति त्यक्त्त्वा कर्म शुभाशुभम्॥”

 

SC/SD/NS….