Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংস্কৃত শ্লোক উদ্বৃত করে প্রকৃত আনন্দের পথ হিসেবে স্বনির্ভরতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চিরন্তন ভারতীয় মেধার উল্লেখ করেছেন, যা আত্মসংযম এবং স্বনির্ভরতা  ও ব্যক্তি ও রাষ্ট্রের অগ্রগতির নির্ণায়ক। 
একটি সংস্কৃত শ্লোক উদ্বৃত করে প্রধানমন্ত্রী বলেছেন, পরনির্ভরশীলতা দুর্দশা বয়ে নিয়ে আসে, অন্যদিকে, আত্মশক্তি অনন্ত সুখের পথ দেখায়। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষায় লিখেছেন, 
“सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम्।
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः॥”

 

SC/AB/SB