পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চিরন্তন ভারতীয় মেধার উল্লেখ করেছেন, যা আত্মসংযম এবং স্বনির্ভরতা ও ব্যক্তি ও রাষ্ট্রের অগ্রগতির নির্ণায়ক।
একটি সংস্কৃত শ্লোক উদ্বৃত করে প্রধানমন্ত্রী বলেছেন, পরনির্ভরশীলতা দুর্দশা বয়ে নিয়ে আসে, অন্যদিকে, আত্মশক্তি অনন্ত সুখের পথ দেখায়।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষায় লিখেছেন,
“सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम्।
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः॥”
SC/AB/SB
सर्वं परवशं दुःखं सर्वमात्मवशं सुखम्।
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदुःखयोः॥ pic.twitter.com/519XHslFd4