পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন –
“গতে শোকো ন কর্তব্যো ভবিষ্যম নৈব চিন্তয়েত্।
বর্তমানেন কালেন বর্তয়ন্তি বিচক্ষণাঃ।।”
সুভাষিতমের অর্থ যে অতীত নিয়ে দুঃখ পাওয়া উচিত নয়, ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বর্তমানকে নিয়ে কাজ করাটাই বিচক্ষণতার পরিচয়।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“गते शोको न कर्तव्यो भविष्यं नैव चिन्तयेत्।
वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः॥”
SC/AP/SKD
गते शोको न कर्तव्यो भविष्यं नैव चिन्तयेत्।
— Narendra Modi (@narendramodi) December 22, 2025
वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः॥ pic.twitter.com/DsAfM1m5UC