Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্থান ও জাগরণের বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৩  জানুয়ারী,  ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্থান ও জাগরণের বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। সেখানে সাহসিকতার সঙ্গে জীবনের যাবতীয় জটিলতার মোকাবিলার মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী যে সংস্কৃত বাক্যবন্ধ তুলে ধরেছেন, সেটি হল 
“उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत। 
क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति॥”

 

SC/AC/CS