Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬-এ তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন।

এক্স হ্যান্ডলে একাধিক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

“গত ১১ বছর ধরে দেশের প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনার অনন্ত দ্বার উন্মোচিত হচ্ছে। এর মধ্যে কনটেন্ট ও সৃজনশীলতাও রয়েছে। যেখানে আমাদের যুবা বন্ধুরা রামায়ণ ও মহাভারতের প্রেরণাদায়ক কাহিনীগুলিকে গেমিং-এর জগতের অঙ্গ করে তুলতে পারেন। আমাদের হনুমানজি সারা বিশ্বের গেমিং-কে নিয়ন্ত্রণ করতে পারেন।
#YoungLeadersDialogue2026”

“আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের যে প্রক্রিয়া শুরু করেছি, তা এখন সংস্কার এক্সপ্রেসে পরিণত হয়েছে। এর কেন্দ্রেও রয়েছে আমাদের যুব শক্তি।
#YoungLeadersDialogue2026”

“দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হয়ে আমাদের নিজেদের ঐতিহ্য ও ভাবনাকে সমাদর করতে হবে। স্বামী বিবেকানন্দের জীবনও আমাদের এই শিক্ষাই দেয়।
#YoungLeadersDialogue2026”

 

SC/SD/SKD